ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বাথরুম ভেঙে পালিয়ে যাওয়া কয়েদি মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে কারা পুলিশ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
সোহেলের বাড়ি কেরানীগঞ্জে। মাদক মামলায় তার দু’বছরের বিনাশ্রম কারাদণ্ড হয়। গেলো ১৪ অক্টোবর থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি।
অসুস্থ সোহেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। তিনি হাসপাতালের ২১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
গেলো মঙ্গলবার চিকিৎসা শেষে তাকে ছাড়পত্র দেন চিকিৎসক। কারাগারে নেয়ার আগেই হাসপাতালের বাথরুম থেকে পালিয়ে যান সোহেল।
এ ঘটনায় দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্তও করে কারা কর্তৃপক্ষ।
এস